মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় গড়েরকান্দা এলাকায় একটি আম বাগান থেকে এক গৃহবধূও ঝুলান্ত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।২২এপ্রিল সকালে সাতক্ষীরা শহরের গডরেকান্দা ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত গৃহবধূর নাম জেসমিন আরা (৩২)।
সে সদর উপজেলার কুশখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী গাজীর কন্যা গড়েরকান্দা এলাকার মো.ওবায়দুলাহর স্ত্রী।স্থানীয়রা জানান, সকালে বাড়ির পার্শ্ববর্তী আম বাগানে একটি গাছের সাথে ঝুলান্ত অবস্থায় জেসমিনের মরাদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।
পরে পুলিশ এসে মরাদেহটি উদ্ধার করে।নিহতের পরিবারের সদস্যরা জানান, গতকাল বাড়িতে বিল থেকে কেটে আনা ধান ওঠানো-নামানো নিয়ে তার স্বামীর সাথে কথা কাটাকাটি হয়।
এরপর রাতে কোন এক সময় সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা তাদের।এ বিষয়ে সাতক্ষীরা সদর সার্কেলের অতি: পুলিশ সুপার শামসুজ্জামান শামস জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।এটি আত্মহত্যা না হত্যাকান্ড তা খতিয়ে দেখা হচ্ছে।
মৃতদেহটি সুরতহাল রিপোর্ট এর জন্য মর্গে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy