প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৪:২২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২১, ১:৫৪ এ.এম
সাতক্ষীরায় চারদিনের ব্যবধানে জেলার তিন উপজেলার বিভিন্ন মন্দিরে চুরি
সাতক্ষীরায় চারদিনের ব্যবধানে জেলার তিন উপজেলার বিভিন্ন মন্দিরে চুরি
মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরায় চারদিনের ব্যবধানে তিন উপজেলার বিভিন্ন মন্দিরে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। এসময় মন্দিরের রাধাকৃষ্ণ, নারায়ণ ঠাকুরের মূর্তি, নগদ অর্থ, অলংকারসহ কয়েক লক্ষ টাকার মালামাল হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এঘটনার কয়েকদিন অতিবাহিত হতে চললেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারিনি পুলিশ। এনিয়ে সাতক্ষীরা জেলা মন্দির কমিটি, পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু ছাত্র মহাজোটের নেতাকর্মীরা উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
গত মঙ্গলবার (৬ জুলাই) প্রথম প্রহরে সাতক্ষীরা সদর উপজেলার গোদাঘাটা মহাশ্মশান মন্দিরের ৫টি তালা ভেঙে টাকা ও গহনা চুরি হয়। এবিষয়ে মন্দির কমিটির সাধারণ সম্পাদক অরবিন্দু জানান, মন্দিরের ভেতরে থাকা দানবাক্স ও মূর্তি ঘরের বারান্দা গ্রিলের তালা ভেঙে মূর্তির গহনা, নগদ অর্থ চুরি করে দুর্বৃত্তরা।এর পর গত বৃহস্পতিবার (৮ জুলাই) রাতে জেলার কলারোয়ায় উপজেলার মদন মোহন মন্দির থেকে রাধাকৃষ্ণ মূর্তিসহ লক্ষাধিক টাকার স্বর্ণ ও রৌপ্য পূজার্চণার সামগ্রী চুরি হয়। এবিষয়ে মন্দিরটির পুরোহিত দিলিপ হালদার জানান, প্রতিদিনের মতো খুব সকালে ঘুম থেকে উঠে হাতে মুখে জল দিয়ে মন্দির পরিস্কার পরিচ্ছন্ন করার জন্য মন্দিরে গিয়ে দেখি মন্দিরের সদর দরজার লক ভাঙ্গা। এসময় মন্দিরের রাঁধাকৃষ্ণের মূর্তি (পিতলের), নগদ অর্থ, রুপার ৬টি বাঁশি, ১০টি স্বর্ণের টিপ, ১টি বড় চাকি, ১টি কাশার ঘন্টা খোজঁ মিলছিলো না। এসময় তাৎক্ষণিকভাবে তিনি বিষয়টা মন্দির কর্তৃপক্ষকে অবগত করেন বলে জানান।এবিষয়ে মন্দির কমিটির সভাপতি সত্য সাহা বলেন, মন্দির থেকে চুরি যাওয়া রাধাকৃষ্ণের পিতলের মূর্তিসহ অন্যান্য জিনিসের বাজার মূল্য প্রায় ১ লক্ষ টাকা।এর পরের দিন শুক্রবার (৯ জুলাই) রাতে জেলার আশাশুনির কাপসন্ডা গ্রামের সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের তালা ভেঙে দুটি কৃষ্ণ ও নারায়ণ ঠাকুরের দুটি মূর্তি চুরি হয়।
এবিষয়ে মন্দিরের পুরোহিত করুণা কান্ত ব্যানার্জী জানান, শুক্রবার সকালে মন্দিরে গিয়ে দেখতে পান মন্দিরের তালা ভাঙা ও বিভিন্ন মূর্তির মধ্যে কৃষ্ণ ও নারায়ণ ঠাকুরের দুটি মুর্তি নেই। পরে অনেক খোঁজাখোজির পর তার কোন সন্ধান পাওয়া যায়নি। মূর্তি দুটি কষ্টি পাথর ও পিতলের তৈরী। যার আনুমানিক মুল্য লক্ষাধিক টাকা বলে জানান তিনি।
এবিষয়ে সাতক্ষীরা মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ ঘোষ ও সাধারণ-সম্পাদক রঘুনাথ গুহ বলেন, ‘একের পর এক মন্দিরে চুরির ঘটনা অত্যন্ত দু:খজনক। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।এবিষয়ে সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি অবহিত হওয়া মাত্রই স্ব স্ব উপজেলার ওসি’র সঙ্গে কথা বলেছি। যাতে আর এধরনের ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বলেছি। মন্দিরে চুরির ঘটনাগুলো তদন্ত করে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy