মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরা জেলা পরিষদের ৬ লাখ টাকা চেক জালিয়াতি ও আত্নসাতের মামলায় বিজ্ঞাপন প্রতিনিধি শেখ আমিনুর রশিদ সুজনকে দুই
দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার সাতক্ষীরা চীফ জুডিশিয়াল আদালতে
রিমান্ড শুনানি শেষে আদালতের বিচারক মোঃ হুমায়ন কবির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৫ আগষ্ট (বুধবার) সোনালী ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে সুজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে এ মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর জহুরুল ইসলাম তাকে আদালতে তুলে ৭ দিনের রিমান্ডের আবেদন জানান।আজ রিমান্ড শুনানি শেষে বিচারক তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুরকৃত শেখ আমিনুর রশিদ সুজন (৩৮) সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বুলারাটি গ্রামের সৈয়দুল আলমের ছেলে। তিনি দি স্যান পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ও দৈনিক কালেরকন্ঠ পত্রিকার সাতক্ষীরার বিজ্ঞাপন প্রতিনিধি বলে জানা গেছে।সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন আলম চৌধুরী জানান,
সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখায় জেলা পরিষদের নামে খোলা একাউন্টের চেকের তিনটি পাতা চুরি হয়। সেই চেকের পাতায় জাল স্বাক্ষর করে সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখা থেকে একটি পাতায় ৬ লাখ টাকা উত্তোলনের ঘটনা ঘটে। পরবর্তীতে আরও একটি চেক নিয়ে টাকা উত্তোলনকালে ঘটনাটি জেলা পরিষদকে অবহিত করে ব্যাংক কর্তৃপক্ষ।
ঘটনাটি বুঝতে পেরে প্রতারক ব্যাংক থেকে সটকে পড়ে। তিনি আরো জানান, পরবর্তী এ ঘটনায় জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করে।
মামলা নং ৭২, তারিখ ২৮.০৮.২০ ইং। মামলাটি তদন্তকালে সোনালী ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে আমিনুর রশিদ সুজনকে গত ২৫ আগষ্ট বুধবার আটক করে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে
হাজির করা হয়। আদালত আজ ১ সেপ্টেম্বর বুধবার রিমান্ড শুনানি শেষে দুই দিনের
রিমান্ড মঞ্জুর করেন।