সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় ট্রাকের তলায় পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার রাত ১০টায় তালার মির্জাপুর বাজারের শ্মশানের কাছে।
পাটকেল ঘাটা থানার এসআই কৃষ্ণপদ সমজদার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, খুলনার আবু নাসের হাসপাতালের দুই স্বাস্থ্যকর্মী মোটরসাইকেলযোগে রবিবার রাত সাড়ে ১০টার দিকে খুলনা থেকে সাতক্ষীরায় আসছিলেন। পথে সামনে বিকল হয়ে পড়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় এবং ট্রাকের তলায় ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু হয়।
খবর পেয়ে খুলনার (চুকনগর) হাইওয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে। ট্রাকটি আটক করে চুকনগর নিয়ে যায়। খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহতরা হলেন- খুলনার বটিয়াঘাটা থানার মোহাম্মদনগর গ্রামের মৃত শেখ আব্দুল লতিফ খানের ছেলে মো. রোকনুজ্জামান লিটু মোল্লা (২৮)। তিনি খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালের হিসাবরক্ষক।
নিহত অপরজন হলেন একই প্রতিষ্ঠানের ইন্সটুমেন্ট কেয়ারটেকার খুলনার দীঘলিয়া থানার বহ্মগাতি গ্রামের মৃত বেল্লাল হোসেনের ছেলে মো. সাকিব আল হাসান (২৭)।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy