সাতক্ষীরায় তিনটি মন্দিরের মুর্তি উদ্ধারের দাবিতে ব্রাক্ষণ সংসদের বিবৃতি
মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরার আশাশুনির কাপসন্ডায় সার্বজনীন জগদ্ধাত্রী মন্দির,সদর গোদাঘাটা মহাশ্মশান মন্দির ও কলারোয়ার মদন মোহন মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনায় দুই সপ্তাহ অতিবাহিত হলেও কোন মোটিভ উদ্ধার হয়নি আজও। এসব ঘটনায় পৃথক পৃথক মামলা হলেও চুরি হওয়া মুর্তি ও মালামাল উদ্ধার না হওয়ায় চরম উদ্বেগ উৎকন্ঠা আর আতঙ্কের মধ্যে দিনপাত করছেন এ জেলার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তিনিটি মন্দিরে চুরি হওয়া বিভিন্ন দেবদেবীর মুর্তি ও মালামাল উদ্ধার এবং দোষীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে বিবৃতি প্রদান করেছেন সাতক্ষীরা জেলার ব্রাক্ষণ সংসদের নেতৃবৃন্দ।বিবৃতি দাতারা হচ্ছেন, সাতক্ষীরা জেলা ব্রাক্ষণ সংসদের সভাপতি করুণা কান্ত ব্যানার্জী,সাধারণ সম্পাদক শংকর প্রসাদ ব্যানার্জী,সহ-সভাপতি অনাথ বন্ধু চক্রবর্তী, সংগঠনিক স্বপন হালদার, ধর্ম বিষায়ক সম্পাদক মাখন লাল ব্যানার্জী, তথ্য ও গবেষণা সম্পাদক মানিক চক্রবর্তী, অর্থ সম্পাদক শিক্ষক অনল মূখার্জী, প্রচার সম্পাদক তুষার ব্যানার্জী, আশাশুনি উপজেলার সভাপতি প্রদীপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক হারাধন চক্রবর্তী, শ্যামনগর উপজেলার সভাপতি হরো প্রসাদ চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক হিরণ মুখার্জী, তালা উপজেলার সভাপতি দুলাল চক্রবর্তী, সাধারণ সম্পাদক মিঠুন চক্রবর্তী, সদর উপজেলা থেকে পবিত্র ব্যানার্জী, শিক্ষক নিশিকান্ত ব্যানার্জী, বিষ্ণুপদ চক্রবর্তী, রিন্টু চক্রবর্তী প্রমূখ।
Leave a Reply