মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরায় ১৫০০ দরিদ্র কৃষকের মাঝে বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে।আজ বেলা ১১টায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয় চত্ত্বরে উক্ত ধানের বীজ বিতরণ করেন প্রধান অতিথি ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার প্রধান ড.এসএম মফিজুল ইসলাম।ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইমরান উল্লাহ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার ফার্ম ম্যানেজার অসীম কুমার বিশ্বাস সহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।প্রধান অতিথি বলেন, আধুনিক পদ্ধতিতে কিভাবে ব্রি ধান উৎপাদন করা যায় তার কলাকৌশল নিয়ে এ সময় বিস্তারিত কৃষকদের সাথে আলোচনা করা হয়। আলোচনা শেষে সেখানে ব্রি-২৮, ৫০, ৬৩, ৬৭, ৮১, ৮৪, ৮৬, ৮৮সহ বিভিন্ন প্রজাতির বোরো ধানের বীজ ১৫০০ দরিদ্র কৃষকের মাঝে সর্বনিম্ন ১০ কেজি থেকে সর্বোচ্চ ২০ কেজি করে বিতরণ করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy