প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৫, ৪:২০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২১, ৫:৫৭ পি.এম
সাতক্ষীরায় দীর্ঘ দিনের অবহেলার বন্ধন খুলে নতুন রুপে সাজ মেলেছে জেলা পরিষদ

মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরায় দীর্ঘ দিনের অবহেলার বন্ধন খুলে নতুন রুপে নান্দনিক সাজ মেলে ধরার অপেক্ষায় সাতক্ষীরার জেলা পরিষদ।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলামের ক্লান্তিহীন প্রচেষ্টায় এবং বর্তমান পরিষদের সদস্যদের সহযোগিতায় আগামী ডিসেম্বরের মধ্যে নতুন রুপে দেখা যাবে জেলা পরিষদ। জেলা পরিষদের কম্পাউন্ডেকে নান্দনিক এ সাজ দিতে গ্রহণ করা হয়েছে ২ কোটি ৭৪ লাখ ৮০ হাজার ২৩৬ টাকার ১৪টি উন্নয়ন প্রকল্পে।এরমধ্যে ৮টি উন্নয়ন প্রকল্পের কাজ ইতোমধ্যে শতভাগ শেষ হয়েছে। বাকি ৬টি প্রকল্পের কাজ চলমান রয়েছে যা ডিসেম্বর মাসের মধ্যে শেষ হবে বলে জানা গেছে।প্রকল্পের সকল কাজ শেষ হলে একটি নান্দনিক সৌন্দর্যে দেখা যাবে সাতক্ষীরা জেলা পরিষদ কম্পাউন্ড।জেলা পরিষদ সুত্রে জানা যায়, জেলা পরিষদের কম্পাউন্ডের সৌন্দর্য বৃন্ধর জন্য ২ কোটি ৭৪ লাখ ৮০ হাজার ২৩৬ টাকার ১৪টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। উন্নয়ন প্রকল্পগুলো হল-৩২ লাখ টাকা ব্যয়ে জেলা পরিষদের ভবন সংস্কার, ১৩ লাখ ১৭ হাজার ৮৪৮ টাকা ব্যয়ে জেলা পরিষদের মেইন গেট নির্মাণ, ৩ লাখ ৯ হাজার ৯৩৯ টাকা ব্যয়ে জেলা পরিষদের গেট-২ নির্মাণ, ৬৩ লাখ ৬৭ হাজার ৫৬ টাকা ব্যয়ে জেলা পরিষদের অফিসের এ্যাপ্রোচ রাস্তা পূর্ণ নির্মাণ, ৩১ লাখ ৪৯ হাজার ৮৭৯ টাকা ব্যয়ে জেলা পরিষদের ইন্টারন্যাল রাস্তা নির্মাণ (ওয়াকিং ওয়ে), ৭ লাখ ২৮ হাজার ২১৩ টাকা ব্যয়ে জেলা পরিষদের অফিসের মধ্যে অবস্থিত পুকুরের চার পাশের রাস্তা নির্মাণ, ১৫ লাখ ৬৩ হাজার ৪৭৮ টাকা ব্যয়ে জেলা পরিষদের অফিসের মধ্যে অবস্থিত পুকুরের গাইড ওয়াল নির্মাণ, ১৩ লাখ ৩৩ হাজার টাকা ব্যয়ে জেলা পরিষদের অফিসের মধ্যে অবস্থিত পুকুরের সাইড রেলিং নির্মাণ, ২৪ লাখ ৩৬ হাজার ১৫৪ টাকা ব্যয়ে জেলা পরিষদের অফিসের সীমানা প্রচীর পূন:নির্মাণ, ৩০ লাখ ৬৭ হাজার ৮৬৬ টাকা ব্যয়ে জেলা পরিষদের অফিস কম্পাউন্ডে মসজিল নির্মাণ, ২২ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে জেলা পরিষদের অফিস কম্পাউন্ডের দক্ষিণ পাশে জায়গায় শিশু পার্ক নির্মাণ, ১০ লাখ ৭ হাজার ৩৬৬ টাকা ব্যয়ে জেলা পরিষদের অফিস কম্পাউন্ডের ড্রেন নির্মাণ, ২ লাখ ২৯ হাজার ৪৩৭ টাকা ব্যয়ে জেলা পরিষদের কম্পাউন্ডে গাড়ি পার্কিং ইয়ার্ড নির্মাণ এবং ৪ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে জেলা পরিষদের মালিকানাধীন সাব রেস্ট হাউজ-১ ও ২ এর সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে।সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, জেলা পরিষদ জেলার ২২ লাখ মানুষের সেবা দিয়ে থাকে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে অসহায় মানুষ সেবার জন্য এখানে আসে। এখানে আগত সেই সমস্ত অসহায় মানুষকে সেবা দেওয়ার জন্য বর্তমান পরিষদ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।তিনি আরও বলেন, একটি সুন্দর মনোরম পরিবেশে মানুষ এসে যাতে সেবা নিতে পারে সে জন্য জেলা পরিষদের পরিবেশ আরও মনোরম করতে ১৪টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের কাজগুলো দ্রুত এগিয়ে যাচ্ছে। সকল কাজ শেষ হলে সাতক্ষীরা জেলা পরিষদ কম্পাউন্ডের মনোরম পরিবেশ দেখা যাবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy