প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৭:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১১, ২০২১, ৪:৩৮ পি.এম
সাতক্ষীরায় দুই এমপিকে হত্যার হুমকি পুত্রসহ মসজিদের ইমাম গ্রেপ্তার
সাতক্ষীরায় দুই এমপিকে হত্যার হুমকি পুত্রসহ মসজিদের ইমাম গ্রেপ্তার
মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরায় দুই এমপিকে হত্যার হুমকির অভিযোগে পিতা ও পুত্রকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন- সাতক্ষীরার দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ঈমান আলীর ছেলে মনিরুল ইসলাম(৪৫)ও তার ছেলে ইউসুফ হোসেন(২১) । মনিরুল ইসলাম স্থানীয় মসজিদের ইমাম ও জামায়াতের রাজনীতির সাথে জড়িত।তার ছেলে ইউসুফ হোসেন পেশায় বখাটে।
এ সময় আসামীদেরে বাড়ি থেকে ৮ টি মোবাইল,২০ টি সিম,৩ টি মেমোরি,একটি ডিজিটাল ক্যামেরাযুক্ত হাত ঘড়ি ও কিছু বই উদ্ধার করা হয়।এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন। আজ বেলা ১ টার সময় সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।এ সময় সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন,উক্ত আসামীদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।তিনি আরও বলেন,আসামীদের সাখে সহযোগী আসামী বা গোষ্ঠি জড়িত থাকার বিষয়টি তদন্তাধীন রয়েছে।
উল্লেখ্য, গত ৯ই আগস্ট দুটি ফেসবুক আইডি থেকে সাতক্ষীরা-৩ আসনের এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হক ও সদর আসনের এমপির মাথার মূল্য ১ কোটি টাকা ঘোষণা দিয়ে হত্যার হুমকি দেয়া হয়।এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় জিডি করা হয়। ঘটনার পর থেকে পুলিশ তৎপর হয়ে উঠে। বুধবার রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পিতা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy