প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ১১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২১, ৭:৩৭ পি.এম
সাতক্ষীরায় বিজিবির অভিযানে আধা মন রুপার গহনা আটক
মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় ৩৩ বিজিবির অভিযানে ২০ কেজি রুপার গহনা আটক হয়েছে।সাতক্ষীরা ধানাধীন কালিয়ানী সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ওই গহনা আটক করে বিজিবি। আটক রুপার গহনার মূল্য ২৪ লক্ষ ৬০ হাজার টাকা। বিজিবি জানায়, গতকাল রাতে কালিয়ানী বিওপির টহল কমান্ডার হাবিলদার সৈয়দ রবিউল ইসলামের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ৮/৬-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া মাঠের মধ্যে গোপন তথ্যের ভিত্তিতে মালিকবিহীন অবস্থায় ২০ কেজি রুপার গহনা আটক করে।এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি জিডি করা হয়েছে এবং আটককৃত রুপার গহণাসমূহ সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মালিকবিহীন অবস্থায় রুপ আটকের বিষয়টি ৩৩ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ-পিএসসি নিশ্চিত করেছেন।তিনি বলেন, সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্য জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো রক্ষার্থে চোরাচালান এবং মাদকদ্রব্য নির্মূল করাই সাতক্ষীরা ব্যাটালিয়নের মূল লক্ষ্য।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy