
সাতক্ষীরায় ভেসে গেছে ১৫ হাজার চিংড়ী ঘের ভারি বর্ষনে প্লাবিত এলাকা
মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
মৌসুমীর বৃষ্টিতে প্লাবিত হয়েছে গোটা শ্যামনগর উপজেলা। মঙ্গলবার বিকাল থেকে বুধবার দুপুর পর্যন্ত টানা ভারী বর্ষণে শ্যামনগর উপজেলা সদরসহ ১২টি ইউনিয়নের নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে।পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। ভেসে গেছে জমির ফসল, হাজার হাজার চিংড়ী মাছের ঘের ও পুকুর। উপজেলা সদরসহ ভূরুলিয়া, কাশিমাড়ী, ঈশ্বরীপুর,রমজাননগর, কৈখালী, বুড়িগোয়ালীনি, আটুলিয়া, নুরনগর, পদ্মপুকুর ও গাবুরা ইউনিয়নের বিলগুলোতে সদ্য রোপা আমন ও বীজতলা পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। হাজার হাজার চিংড়ী মাছের ঘের ও পুকুর ভেসে গেছে। নিম্ন অঞ্চলের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান ও ঘরবাড়িতে পানি উঠেছে। সরদার সিদ্দীক বলেন, পানি নিষ্কাশন সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে জলাবদ্ধতায় নাকাল হচ্ছে বছরের পর বছর। তিনি আরও বলেন, মৌসুমী বৃষ্টিতে তলিয়ে গেছে উপজেলা সদরের বাদঘাটা সহ বিস্তীর্ণ এলাকা। প্লাবিত এলাকার পাকা অনেক বাড়ীতে পানি উঠেছে এবং কাঁচা ঘরবাড়ি ধসে পড়ার উপক্রম হয়েছে। অনেকে ঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। এসব এলাকার বিলগুলোতে সদ্য রোপা আপন ও বীজ তলার ক্ষতি হয়েছে। ভূরুলিয়া এলাকার বাসিন্দা রুহুল আমিন জানান, ভারি বর্ষণে এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর। ভেসে গেছে পুকুর ও মাছের ঘের। ইউনিয়নের নিন্মাঞ্চল পানিতে থৈ থৈ করছে। সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, নিন্মচাপের প্রভাবে মঙ্গলবার বিকাল থেকে বুধবার দুপুর পর্যন্ত সাতক্ষীরায় ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী কয়েকদিন এভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানান তিনি। উপজেলা কৃষি অফিসার এনামুল ইসলাম জানান, ভারি বর্ষণে উপজেলার অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। এতে সদ্য রোপা আমন, আউশ বীজ তলার ক্ষতি হয়েছে। জরিপ করে ক্ষয়-ক্ষতি নিরূপন করে তালিকা পাঠাতে বলা হয়েছে। তিনি আরও বলেন, যদি ভারি বর্ষণ থেমে যায়, তাহলে রোপা আমন ও বীজতলার তেমন ক্ষতি হবে না। তারপরও ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতির কাজ চলছে বলে জানান তিনি। উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা জানান, আনুমানিক ১৫ হাজার চিংড়ি ও কাঁকড়ার ঘের এবং ৫ হাজার পুকুর বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। যার ক্ষতির পরিমান ৩৫ থেকে ৪০ কোটি টাকা। আমরা ইতিমধ্যে তালিকা তৈরির কাজ শুরু করেছি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply