প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৬:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২০, ৭:৫১ পি.এম
সাতক্ষীরায় মাদকব্যবসায়ীর দুুই গ্রুপের সংঘর্ষে নিহত এক,গুলি অস্ত্র সহ মাদক উদ্ধার
মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরায় লিয়াকত সরদার নামে এক মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এসময় সেখান থেকে অস্ত্র, গুলি ও মাদক জব্দ করা হয়। পুলিশের দাবি, লিয়াকত সরদার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। কয়ারবিল এলাকায় মাদকের টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীদের দু’গ্রুপের সংঘর্ষে লিয়াকত সরদার নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কয়ার বিলে এঘটনা ঘটে।
নিহত লিয়াকত সরদার (৪৫) সদর উপজেলার তলুইগাছা গ্রামের মৃত মোসলেম সরদারের ছেলে।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন জানান, সদর উপজেলার কয়ারবিলে মাদক ব্যবসায়ীদের দু’গ্রপের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় তারা সেখানে পৌছালে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পান। এছাড়া তার পাশে পড়ে থাকা একটি রিভলবার, দু’রাউন্ড গুলি,একটি হাসুয়া, ৫০ বোতল ফেন্সিডিল ও ২শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। পুলিশ গুলিবিদ্ধ ব্যক্তিকে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়। তিনি সদর উপজেলার উত্তর তলুইগাছা গ্রামের লিয়াকত সরদার। তার বিরুদ্ধে সদর থানায় দশটি মাদক আইনে মামলা রয়েছে। তিনি আরো জানান, মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীদের দ্র’গ্রুপের সংঘর্ষে এ ঘটনাটি ঘটে। তার মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy