মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরায় মাদক মামলায় পাঁচ বছরের সাজা প্রাপ্ত আসামী খলিলুর রহমান ওরফে ইব্রাহীম খলিলকে (৪৫) গ্রেপ্তার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।
০৩ অক্টোবর বিকাল ৩.৪৫ মিনিটে সাতক্ষীরা মাগুরা গ্রামের শিয়া খুশি ক্লিনিকের পাশ্ব হইতে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী ইব্রাহীম খলিল সাতক্ষীরা সদর থানার গোদাঘাটা গ্রামের মৃত হাজী মোবারক সরদারের ছেলে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, মাদক মামলা সহ বিভিন্ন মামলায় সাজা প্রাপ্ত পালাতক আসামী খলিলুর রহমান সাতক্ষীরা মাগুরায় অবস্থান করছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকালে সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার মন্ডলের নেতৃত্বে এএসআই নূরনবী সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সাতক্ষীরার মাগুরা গ্রামের শিয়া খুশি ক্লিনিকের পাশ্ব হইতে তাকে গ্রেপ্তার করে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামী খলিলুর রহমানের বিরুদ্ধে এস.টি.সি ৯৫/১৩, জি,আর-১৫০/০৮,খুলনা খালিশপুর থানার মামলা নং ০৪ তাং ০৩/১২/২০০৮ এর মামলায় পাঁচ বছরের সাজা সহ ৫টি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা মুলতবী রয়েছে। সে দীর্ঘদিন পালাতক ছিল। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ মামলা রুজ হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy