প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ৬:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৩, ২০২১, ৬:৩৫ পি.এম
সাতক্ষীরায় রাত পোহালেই পৌরসভার নির্বাচন ভোট কেন্দ্রে পৌছালো ইভিএম

মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরায় রাত পোহালেই পৌরসভার ভোট।এরই মধ্যে সুষ্ঠুভাবে ভোট গ্রহনের সব ব্যবস্থা নেওয়া হয়েছে। পর্যাপ্ত সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্যকেও প্রস্তুত রাখা হয়েছে।আজ শনিবার ভোট কেন্দ্রগুলিতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।সাতক্ষীরা পৌরসভার ৩৭ টি কেন্দ্রে এই প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন করা হবে রবিবার সকাল ৮ টা থেকে চলবে বিকাল ৪ টা পর্যন্ত।এবার নির্বাাচনে মেয়র পদে প্রতিদ্বতা করছেন পাঁচজন। তারা হলেন আওয়ামী লীগের শেখ নাসেরুল হক, বিএনপির তাজকিন আহমেদ চিশতি , স্বতন্ত্র প্রার্থী নাসিম ফারুক খান মিঠু ও মো. নুরুল হুদা এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মোস্তাফিজুর রউফ। নিবাংচনে প্রতিদ্বতা করছেন সংরক্ষিত আসনের ১২ জন নারী ও ৫২ জন সাধারণ কাউন্সিলর।জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার নাজমুল কবির জানান এবার ভোটার সংখ্যা ৮৯ হাজার ২২৪ জন। তাদের মধ্যে নারী ভোটার ৪৫ হাজার ৮০৬ এবং পুরুষ ভোটার ৪৩ হাজার ৪১৮ জন।তিনি আরও জানান, তিন প্লাটুন বিজিবি,র্যাব,পুলিশ,আনসার,র্যাবের বিশেষ ফোর্স ও ম্যাজিস্ট্রেট সহ চার স্তরের নিরাপত্তা নিয়োজিত থাকবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy