প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৫, ৩:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২১, ৩:১৪ এ.এম
সাতক্ষীরায় লিগ্যাল এইড’র কার্যক্রম সম্প্রসারণে কোন অজুহাত চলবে না

মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেছেন,মানুষের সাধারণত হাত দুইটি,কিন্তু বাঙালিরা কোন কাজ না করার ক্ষেত্রে নতুন হাত ব্যবহার করেন সেটি অজুহাত।লিগ্যাল এইড কার্যক্রম সপ্রসারণে কোনরূপ অজুহাত ব্যবহার করা চলবে না।সাতক্ষীরার ২২ লক্ষ মানুষের ভরসা স্থল যেন জেলা লিগ্যাল এইড অফিস হয় সেই মর্মে তিনি সংশ্লিষ্ট সকলকে আহবান জানান। মামলা মোকদ্দমা নিষ্পত্তিতে আপোষ মিমাংসার ব্যবহার বাড়ানোর জন্য তিনি সকলকে অনুরোধ করেন। তিনি আরও বলেন, রাষ্ট্রের মূলচরিত্র হচ্ছে মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করা।অনগ্রসর মানুষের আইনগত সহায়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশ অচিরেই একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।জেলা লিগ্যাল এইড অফিস যেন ন্যায় বিচারের ফেরীওয়ালা হয় সেই লক্ষ্যেই তিনি কাজ করে যাবেন মর্মে প্রতিশ্রতি ব্যক্ত করেন।গতকাল বিকালে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সিনিয়র জেলা ও দায়রা জজ মো: সাইফুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা: মো: হোসাইন সাফায়াত,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: হুমায়ূন কবীর,মেয়র তাজকিন আহমেদ চিশতি, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উপ-পরিচালক হাবিবুর রহমান চৌধুরী (যুগ্ম জেলা জজ), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজা রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান,জিপি এড. শম্ভুনাথ সিংহ,পিপি এড.আব্দুল লতিফ ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড.আ. ক.ম.রেজওয়ান উল্যাহ সবুজ।সভায় উন্মুক্ত আলোচনাপর্ব পরিচালনা করেন,সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান।এসময় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন,প্যানেল আইনজীবী খায়রুল বদিউজ্জামান,কলারোয়ার বিভিন্ন ইউনিয়ন পরিষদ হতে নির্বাচিত চেয়ারম্যানগণ, লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবগণ, বিভিন্ন এনজিও কর্মকর্তাবৃন্দ ও সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।সমগ্র সভাটি পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সালমা আক্তার।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy