প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৮:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২১, ৬:০৩ পি.এম
সাতক্ষীরায় শীতের শুরুতেই বীজের পসরা সাজিয়েছে বিক্রিতারা

মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ
সাতক্ষীরার পাটকেলঘাটায় শীতের শুরুতেই বীজের পসরা সাজিয়ে বসিয়েছেন বীজ বিক্রেতারা। কৃষিপ্রধান এলাকা পাটকেলঘাটায় নানা রকম সবজি সহ সকল প্রকার ফসলের চাষাবাদ হয়ে থাকে। ইতোমধ্যে কৃষক জমি চাষ করে সবজি চাষের জন্য জমি প্রস্তুত করছে। ইতোপূর্বে যারা সবজি চাষ করেছিল বৃষ্টিতে তা নষ্ট হয়ে গেছে। তাই নতুন করে কৃষক আবার চাষ শুরু করেছে।পাটকেলঘাটায় বীজ ব্যবসায়ীরা বীজ বিক্রি করতে ইতোমধ্যে প্রচার মাইক বের করেছে। দোকনিতে ক্রেতা বিক্রেতাদের ভিড় পরিলক্ষিত হচ্ছে। গতকাল কথা হয় মায়ের দোয়া বীজ ভান্ডারের মালিক রফিকুল ইসলাম টুটুলের সাথে। তিনি বলেন শীতের শুরুতেই বীজ ক্রেতাদের আনাগোনা দেখা যাচ্ছে। বর্তমানে সবজি, শরিসা, মুসরী, গম, আলু, পেয়াজ, রসুন, কপি সহ নানা রকম বীজ বিক্রি হচ্ছে।তবে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন প্রকৃত বীজ ব্যবসায়ীদেরকে বিএডিসির ডিলার নিয়োগ দেওয়া হয় না। পাটকেলঘাটার বীজ ক্রেতা আব্দুস সবুর বলেন পেয়াজ, আলু, কপির চাষ করার জন্য জমি প্রস্তুত করে রেখেছি। বৃষ্টি নেই তাই জমিতে যত তাড়াতাড়ি বীজ বপন করে চারা তৈরী করতে হবে। পাটকেলঘাচা বাজারের অন্যতম বিএডিসির বীজ ডিলার কেশব সাধু জানান আমরা ধান, আলু, পেয়াজ, সরিষা, গম, কপি সহ সকল প্রকার বীজ আমদানি করি।বাজারে পর্যাপ্ত বীজ আমদানি করা হয়েছে। আশা করি এ মৌসুমে বীজের কোন ঘাটতি হবে না। পাটকেলঘাটা বাজারের হিরণ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সত্যজিৎ সাধু জানান আমাদের নিজস্ব খামারে উৎপাদিত কপোতাক্ষ সীডস এর ধান বীজ কৃষকের চাহিদা মেটাতে সক্ষম হবে।তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান তালা কৃষি প্রধান এলাকা এখানে সকল প্রকার শাকসবজি ও বোরো আবাদের চাষ ব্যাপক হারে হয়। ভাল বীজ ভালো ফসল উদপাদনের পূর্বশর্ত। তাই কৃষক যাতে সুলভ মুল্যে ভাল বীজ পায় তার জন্য আমরা বাজার মনিটরিং করার ব্যবস্থা করব।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy