প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ৫:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২১, ৬:১৭ পি.এম
সাতক্ষীরায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে চার জায়গায় ঈদুল আজহা পালন
সাতক্ষীরায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে চার জায়গায় ঈদুল আজহা পালন
মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরায় কয়েকটি এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা পালন করেছে মুসল্লিরা।আজ মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদরের ভাড়ুখালী, বাউখোলা, তালা উপজেলার ইসলামকাটি, শ্যমনগরের কাশিমাড়ী সহ চারটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা সদরের ভাড়ুখালীতে ঈদের জামাতে মাহবুবুর রহমানের ইমামতিতে ২০-২৫ জন মুসল্লি অংশ নেন। সেখানে নামাজে অংশগ্রহণ করেন হিজরি ক্যালেন্ডার বাস্তবায়ন কমিটি সাতক্ষীরা জেলা শাখার সহকারী সাধারণ সম্পাদক ডিএম রবিউল ইসলাম।ঈদ জামাত প্রসঙ্গে মাহবুবুর রহমান জানান, ওআইসির সিদ্ধান্ত মতে বিশ্বের সব মুসলমাদের সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করা উচিত।আমরা সেটাই করছি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy