মিহিরুজ্জামান, সাতক্ষীরা: সাতক্ষীরা আশাশুনিতে সাংবাদিক পরিচয়ে টাকা দাবী করে জনরোষের মুখে পড়ে মোটরসাইকেল ফেলে পালিয়েছে ৪ ব্যক্তি। উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামে এ ঘটনা ঘটে। জনরোষে পড়ে দুটি মোটরসাইকেল ফেলে লাপাত্তা হয়েছে পরিচয়ধারী ৪ সাংবাদিক। ফেলে যাওয়া দুটি মোটর সাইকেল থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
নিকাহ রেজিস্ট্রার আব্দুল আলিম জানান- ঘটনার দিন বিকালে সাতক্ষীরা থেকে আব্দুল মান্নান (০১৭১৪৫৩৮৯২২২), হাফিজুর রহমান (০১৭৭৭০১৬৪৬৫), মোশাররফ হোসেন (০১৯২৬৯৫৫৯৫১) ও রবিউল ইসলাম (০১৯২৭৬০৩০৩৪) নামের ৪ ব্যক্তি বেউলায় আমার বাড়িতে এসে উপস্থিত হয়। তারা টিভি চ্যানেল থেকে এসেছে বলে নিজেদেরকে পরিচয় দিয়ে বাল্য বিবাহ সহ বিভিন্ন তথ্য চাওয়ার ছলে টাকা দাবির চেষ্টা করে। বিষয়টি নিয়ে আমি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে এক পর্যায়ে তারা তাদের (সাতক্ষীরা-হ ১৬-১৫১৫ ও সাতক্ষীরা-হ ১৩-৮৬০৩) মোটর সাইকেল নিয়ে কেটে পড়ার চেষ্টা করে। এ সময় তাদের গাড়ির চাবি কেড়ে নেয় স্থানীয় লোকজন। এরপর জনরোষে পড়ে সাংবাদিক নামধারীরারা মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। এ ব্যাপারে থানাকে অবহিত করলে পুলিশ মটর সাইকেল দু’টি থানা হেফাজতে নিয়েছে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবীর বলেন, বিষটি জেনে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দু’টি পরিত্যক্ত দেখিয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy