মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ আশাশুনি সড়কে কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিকভাবে বাস চলাচল বন্ধ করা হয়েছে।বুধবার (৩ মার্চ) সকাল থেকে জেলার সকল রুটে বাস চলাচল করলেও কোন প্রকার ঘোষণা ছাড়াই সকাল ৯টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কে বন্ধ হয়ে যায় বাস চলাচল।এতে করে বিপাকে পড়েন চলতি পথের যাত্রীরা। বাস চলাচল বন্ধ থাকার অজুহাতে যাত্রীদের কাছ থেকে দ্বিগুন ভাড়া আদায় করেন ইজিবাইক, মাহিন্দ্রা থ্রি হুইলারসহ অন্যান্য যানবাহনের চালকরা।আশাশুনিগামী যাত্রী রেজাউল ইসলাম, জোহরা খাতুন, শুভেন্দু সরকারসহ কয়েকজন জানান, সাতক্ষীরা থেকে আশাশুনির চাপড়া পর্যন্ত ভাড়া ৩৮টাকা। অথচ বাস চলাচল বন্ধ থাকার কারণে যানবাহন ভেদে সেই ভাড়া দিতে হচ্ছে ৮০ থেকে ১৫০টাকা। হঠাৎ বাস চলাচল বন্ধ হওয়ায় যাত্রী হয়রানী চরমে পৌছেছে বলে জানান তারা।এদিকে সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান বলেন, সাতক্ষীরায় সম্প্রতি ইজিবাইক, ব্যাটারি চালিত ভ্যান, ইঞ্জিনভ্যান, মাহিন্দ্রা, গ্রামবাংলা সহ বিভিন্ন যানবাহনের সংখ্যা ব্যাপক হারে বেড়ে গেছে। এতে করে ছোট্ট এ শহরে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা যানজট লেগেই থাকে। তাছাড়া মাত্রারিক্ত এসব যানবাহনের কারণে বাসগুলো যাত্রী শূন্য হয়ে পড়েছে।সকালে যাত্রী ধরা নিয়ে বাস শ্রমিকদের সাথে ইজিবাইক চালকদের মারামারি হলে শ্রমিকরা বাস চলাচল বন্ধ রাখে। তবে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy