প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১১:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২০, ৯:৩০ পি.এম
সাতক্ষীরা তালায় ট্রাকের তলায় পড়ে দুই স্বাস্থ্য কর্মী নিহত

মিহিরুজ্জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি :
সাতক্ষীরা তালা উপজেলার ট্রাকের তলায় পড়ে স্বাস্থ্য বিভাগের দুই কর্মী নিহত হয়েছে। রবিবার রাত সাড়ে দশটার দিকে তালার মির্জাপুর বাজারের শ্মশানের কাছে এ ঘটনাটি ঘটে
নিহতরা হলেন, খুলনার বটিয়াঘাটা থানার মোহাম্মদনগর গ্রামের মৃত শেখ আব্দুল লতিফ খানের ছেলে মো: রোকনুজ্জামান লিটু মোল্লা (২৮)। তিনি খুলনা আবুনাসের বিশেষায়িত হাসপাতালের হিসাব রক্ষক।
নিহত অপর জন হলেন একই প্রতিষ্ঠানের ইন্সটুমেন্ট কেয়ারটেকার। খুলনার দীঘলিয়া থানার বহ্মগাতি গ্রামের মৃত বেল্লাল হোসেনের ছেলে মো: সাকিবআল হাসান (২৭)।
পাটকেলঘাটা থানার এস.আই. কৃষ্ণপদ জানান, খুলনার আবু নাসের হাসপাতালের দুই স্বাস্থ্যকর্মী ১৫০ সিসি এক মটরসাইকেল যোগে রবিবার রাত সাড়ে দশটার দিকে খুলনা থেকে সাতক্ষীরায় আসার পথে সামনে বিকল হয়ে পড়ে থাকা একটি ট্রাকের পেছনে মেরে দেয় এবং ট্রাকের তলায় ঢুকে পড়ে। এসময় ঘটনা স্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে খুলনার (চুকনগর) হাইওয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে এবং ট্রাকটি আটক করে। এসময় পাটকেলঘাটা থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy