মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরা:
সাতক্ষীরা দেবহাটা থানার মাদক বিরোধী অভিযানে জেলার অন্যতম অনলাইন মাদক ব্যবসায়ী নলতার মাদক সম্রাট মুকুল সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অনলাইনে ফেসবুক ম্যাসেঞ্জার এবং হোয়াটস অ্যাপের মাধ্যমে মাদক বেচাকেনা করে আসছিল নলতার মুকুল। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহার নির্দেশ মোতাবেক সেকেন্ড অফিসার এস,আই নয়ন চৌধুরী, এস,আই আবু হানিফ, এস,আই আসিফ মাহমুদ সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে নওয়াপাড়া ইউনিয়ন থেকে মাদক সম্রাট মুকুলকে আটক করে। মুকুল কালিগঞ্জ উপজেলার সোনাটিকারী গ্রামের মৃত. ময়জউদ্দীন সরদারের ছেলে। তবে মুকুলকে আটককালে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি বাজাজ প্লাটিনা মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। দেবহাটা উপজেলার নাংলা বিলপাড়া গ্রামের অপর এক চিহ্নিত মাদক ব্যবসায়ী সাদিক হোসেন।
আটককৃত মুকুলের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় ১২মে ২০২০ তারিখে ইয়াবার মামলা নং-১৪, ২১জুলাই ২০১৭ তারিখে ফেনসিডিলের মামলা নং-১৮, ২০মার্চ ২০১৮ তারিখে গাঁজার মামলা নং-১২/৪৫, ৮ ডিসেম্বর ২০১৬ তারিখে গাঁজার মামলা-৬, তালা থানায় ১৯মার্চ ২০১৩ সালে স্ত্রীকে স্বাসরোধ করে হত্যার মামলা নং-৭৪ সহ একাধীক মামলা রয়েছে।
এদিকে,মুকুল আটক
হওয়ার পর কালিগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন সহ কয়েকজন ছাত্রলীগ নেতা মাদক সম্রাট মুকুল সরদারকে ছাড়িয়ে নিতে পুলিশকে বিভিন্ন ভাবে প্রভাবিত করার চেষ্টা ও তদবির করে। তবে মুকুলের মুখ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে থাকে নানা চাঞ্চল্যকর তথ্য। তবে তাকে জিঞ্জাসাবাদ করলে বেরিয়ে আসতে পারে বহু মাদক চোরাকারবারিদের গোপন কথা।
এছাড়া অপর এক অভিযানে এস,আই নয়ন চৌধুরী, এ,এস,আই শামীম হোসেন শিমুলিয়ার নূর মোহাম্মাদ সরদারের ছেলে রাকিব সরদার(৫৪) এবং মৃত ছালামত উল্লাহ সরদারের ছেলে আরশাদ সরদার (৩৬) কে গাঁজা সহ আটক করে। এছাড়া এঘটনায় আরও কয়েকজন আসামী পলাতক রয়েছেন। তাদের ২জনের বিরুদ্ধে দেবহাটা থানায় মাদক আইনে মামলা দায়ের পরবর্তীতে জেলহাজতে প্রেরণ করা হয়।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, দেবহাটা থানার পুলিশের অভিযানে নলতার মুকুল নামের একজন কুখ্যত মাদক ব্যবসায়ী যার নামে একাধিক মামলা রয়েছে। তার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy