মিহিরুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ সাতক্ষীরায় আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত ও বাস্তবায়িত ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচীর আওতায় সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডে ২০২১-২২ অর্থ বছরে ৭০০ (সাতশ) জন উপকারভোগী মায়েদের ভাতা প্রদানের জন্য চূড়ান্ত তালিকা অনুমোদন করা হয়েছে।উপকারভোগীগণ প্রতিমাসে ৮০০ (আটশত) টাকা হারে ভাতা পাবেন।যা ৩ (তিন) বছর বা ছত্রিশ মাস পর্যন্ত চলমান থাকবে।অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্ব করেন।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,কৃষিবিদ নূরুল ইসলাম, উপপরিচালক, জেলা মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান,সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম,সমাজসেবার সহকারী পরিচালক রোকনুজ্জামান,সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এর অধ্যক্ষ কে.এম.মিজানুর রহমান,জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক,মহিলা বিষয়ক অধিদপ্তরের ফাতেমা জোহরা।এছাড়াও এনজিও প্রতিনিধিগণ ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..