নিজস্ব প্রতিবেদকঃ শুক্রবার (১২ নভেম্বর) বিকালে কিশোরগঞ্জ পৌঁছেছেন। বিকাল সাড়ে ৩টার দিকে তিনি হেলিকপ্টারযোগে মিঠামইন হেলিপ্যাডে অবতরণ করেন। এ সময় রাষ্ট্রপতিকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজাল স্বাগত জানান।
পরে তাকে ডাকবাংলো মাঠে গার্ড অব অনার দেওয়া হয়। ডাকবাংলো থেকে তিনি মিঠামইনের বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য, রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহম্মদ তৌফিক, উপজেলা চেয়ারম্যান আছিয়া আলমসহ রাষ্ট্রপতির সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
শনিবার (১৩ নভেম্বর) তিনি অষ্টগ্রাম যাবেন। সেখানে উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে সন্ধ্যায় স্থানীয় গণ্যমান্য লোকজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। রবিবার (১৪ নভেম্বর) তিনি মিঠামইন, সোমবার (১৫ নভেম্বর) ইটনা ও মঙ্গলবার (১৬ নভেম্বর) কিশোরগঞ্জ সদরে যাবেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy