ওয়াকিল আহমেদ
সাত বিশ্ববিদ্যালয়ে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকার বিভিন্ন ক্যাম্পাসের বাইরে দেশের বাকি সাত বিভাগের সাতটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষার সবগুলো পরীক্ষাই এই কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে।
আগামী ১ অক্টোবর (শুক্রবার) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হবে ভর্তি পরীক্ষার আয়োজন। বুধবার দুপুর ১২টায় উপাচার্য অফিস সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে সাংবাদিকদের ব্রিফিং প্রদানকালে উপাচার্য এসব বলেন।
কেন্দ্রগুলো হলো– ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার কয়েকটি ক্যাম্পাসে ভর্তি পরীক্ষার কেন্দ্র করা হয়েছে। ঢাকার বাইরে দেশের সাতটি বিভাগের সাতটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কেন্দ্র হবে।
বিশ্ববিদ্যালয়গুলো হলো– রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয় ও রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy