সোমেন সরকার
সাতশ ৭১টি শূন্য পদ পূরণে সাত ব্যাংকে নিয়োগ পরীক্ষা নেওয়ার কথা থাকলেও অনিবার্য কারণবশত সেই পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)। আজ শনিবার (২৮ নভেম্বর) নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় কমিটি।
আগামী ৫ ডিসেম্বর রাজধানীর ৬৭টি কেন্দ্রে সাত ব্যাংকে সিনিয়র অফিসার পদে (২০১৮ সালভিত্তিক) নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ৭৭১টি শূন্য পদের বিপরীতে ১ লাখ ৪০ হাজার ১৫৫ জন চাকরিপ্রত্যাশী আবেদন করেছিল। নিয়োগ পরীক্ষা ৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে হওয়ার কথা ছিল।
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব আরিফ হোসেন খান বলেন, ৭৭১টি শূন্য পদের বিপরীতে সাত ব্যাংকের পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণবশত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy