প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৬:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২১, ৫:১৭ পি.এম
সাবধান ঢাকনা বিহীন ড্রেন যেকোনো সময় পড়ে মৃত্যর আতঙ্ক!!

পথচারীদের নিরাপদে চলাচলের অন্যতম স্থান হলো ফুটপাত, ফুটপাত ধরেই হাঁটার নিয়ম। কিন্তু নড়াইল পৌর শহরের কিছু এলাকার ফুটপাত ততটা নিরাপদ নয়, ফুটপাতের ড্রেনের ঢাকনা খোলা থাকায় পথচারীদের জন্য তা হয়ে উঠেছে বিপদের কারণ। দিনের বেলায় সাবধানতা অবলম্বন করলেও রাতের বেলায় অন্ধকারে এসব ঢাকনাবিহীন ড্রেনে অনেকেই পড়ে যায় দুর্ঘটনায়, চলন্ত অবস্থায় ঢাকনাহীন ড্রেনে হুচট খেয়ে পথচারীর পড়ে যাওয়ার অভিযোগও পাওয়া গেছে। দুর্ঘটনা হতে বাঁচাতে এসব ড্রেনের ঢাকনা মেরামত, পুনস্থাপন ও নিয়মিত ড্রেনের ঢাকনা পরীক্ষার দাবি জানিয়েছেন সচেতন মহল। শহরের কিছু সড়কের পাশে দৃষ্টিনন্দন ফুটপাত করার দাবিও জানিয়েছেন তারা। সরেজমিনে দেখা যায়, নড়াইল সদর পৌরসভার ৬ নংওয়ার্ড
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, রোড, কুড়িগ্রাম হেলিপ্যাড রোড, পৌর শহরের ব্যস্ততম রোডে ড্রেনে ঢাকনা না থাকায় ঢাকনাবিহীন ড্রেনের পাশ দিয়ে চলাফেরা ঝুঁকিপূর্ণ ও বিপদজনক । ওই সড়কে পথচারী সহ শিশু, স্কুল ছাত্র-ছাত্রীরা হাঁটলে আতঙ্কে থাকেন কখন বিপদ নেমে আসে। মানুষের চলাচলের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে।
এলাকাবাসী জানান, র্দীঘদনি ধরে ড্রেনে পড়ে থাকা ময়লার ভাগারে জন্ম নিয়েছে মশা। ড্রেনের আশেপাশে অপরচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এলাকার চারপাশ পরিস্কার রাখা দরকার। কারণ অপরিস্কার থেকেই রোগ জীবাণু তৈরি হয়। প্রফেসার এম, আব্দুর রহিম বলেন, কলেজ এর পিছনের রাস্তার ড্রেনের পাশে হাঁটলে ভয় লাগে। আর সন্ধ্যার পর বিদ্যুৎ না থাকলে আমাদের আতঙ্ক বেড়ে যায়। ড্রেনের ঢাকনা নেই, স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। শহরের আরও বেশ কিছু এলাকার ড্রেন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নড়াইল পৌরসভা এসব দেখে না ঢাকনা না থাকায় কয়দিন পরপর দুর্ঘটনা ঘটে থাকে। কিছুদিন আগে একটি ছোট ছেলে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলো হঠাৎ করে ঢাকনা বিহীন ড্রেনে পড়ে যায়। আমরা ছেলেটিকে আর্বজনার দুর্গন্ধযুক্ত ড্রেনের ভাগার থেকে তুলে আনি। এলাকার মানুষ ময়লার বস্তা বা ঘরের প্রতিদিনের ময়লা ফেলে যায় ঢাকনা বিহীন ড্রেনে। ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যাচ্ছে। আমার দাবি পৌরসভার কর্তৃপক্ষ’র কাছে দ্রুত ড্রেনের ঢাকনা লাগানো হোক ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy