ডেস্ক:ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। তিনি বলেন, প্রণব মুখার্জির মৃত্যু একটি যুগের অবসান।
সোমবার স্থানীয় সময় ৬টা ৪৫ মিনিটে প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি এক টুইট বার্তায় বাবার মৃত্যুর খবর জানান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৮৪ বছর।
এক টুইটার বার্তায় রামনাথ কোবিন্দ লেখেন, সাবেক প্রেসিডেন্ট শ্রী প্রণব মুখার্জি আর নেই শুনে খুব দুঃখ পেয়েছি। তিনি নিষ্ঠার সঙ্গে ভারতের সেবা করেছেন।
তিনি আরো লেখেন, ভারতরত্ন প্রণব মুখার্জি ছিলেন অসাধারণ বিবেকের অধিকারী। ব্যক্তিগতভাবে আধুনিকতা ও পরম্পরার অসামান্য সংযোগ ছিলেন। নিজের দারুন সার্বজনিক জীবনে উচ্চপদে আসীন থাকা সত্ত্বেও মাটির সঙ্গে জুড়ে থাকতেন। নিজের সৌম্য ও মিশুক স্বভাবের জন্য রাজনৈতিক ক্ষেত্রেও সর্বপ্রিয় ছিলেন তিনি।
সূত্র- এনডিটিভি
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy