সাভারের অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভে
আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
করোনাভাইরাসের কারণে গণ পরিবহন বন্ধ থাকায় সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে গার্মেন্টস শ্রমিকরা।
সোমবার (২৮ জুন) সকালে ঢাকা আরিচা মহাসড়কের রেডিওকলোনী বাসষ্ট্যান্ড অবরোধ করে রাখেন শ্রমিকরা।
পুলিশ জানায়, সারা দেশে আজ থেকে লকডাউনে গণ পরিবহন বন্ধ থাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক নিজ কর্মসংস্থানে যেতে না পারায় সকালে ঢাকা আরিচা মহাসড়কের রেডিওকলোনী বাসষ্ট্যান্ড অবরোধ করে রাখে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। এ সময় প্রায় দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা।
পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে মহাসড়কে যান-চলাচল স্বাভাবিক হয়। এদিকে গণ পরিবহন বন্ধ থাকায় সাভার ও আশুলিয়ায় চরম দুর্ভোগে পড়েছে গার্মেন্টস শ্রমিকসহ সাধারণ মানুষরা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy