সাভারের আশুলিয়ার পাথলিয়া ইউনিয়নের ১,২,৩, ওয়ার্ডের মহিলা মেম্বার মোসাঃ সিফা বেগমকে ধর্ষণের চেষ্টায় মোঃ মিজানুর রহমান সজল নামের এক যুবককে গ্রেফতার পুলিশ।
মঙ্গলবার(২৩ জানুয়ারী’২০২৪) রাত ১০ ঘটিকার সময়ে ভুক্তভোগীর স্বামী মোঃ স্বপন মাদবরের ভাড়াকৃত বাসা সাভার ডি ও এইচ এস এলাকার ১২ নং রোডর ২৭২ বাসা থেকে তাহাকে হাতে নাতে ধরে পুলিশের নিকট হস্তান্তর করে, পরে অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে।
গ্রেফতারকৃত আসামী হলো,ঢাকা জেলার আশুলিয়া থানার চারগ্ৰাম এলাকার নুরুজ্জামানের ছেলে।
এজাহার সূত্রে জানা যায় যে, বাদী স্বপন মাহতাব গত ২২ জানুয়ারী ২০২৩ ইং তারিখে ব্যাবসায়ী কাজে কক্সবাজার যায় এবং ২৩ জানুয়ারী ২০২৪ ইং তারিখে রাত আনুমানিক দশ ঘটিকায় তাহার বন্ধু মোঃ মহসিন সহ বর্তমান ঠিকানার বাসায় ফিরিয়া বসত ঘরের দরজা দিয়া ভিতরে প্রবেশ করিয়া তাহার স্বয়ং কক্ষের ভিতর খাটের উপর উক্ত বিবাদী তাহার স্ত্রী মোহাম্মদ শিফা (৩০) কে মুখ চাপিয়া ধরিয়া তাহাকে ধর্ষনের জন্য চেষ্টা করিতেছে।
তাহার স্ত্রী বিবাদীর হাত হইতে বাঁচার জন্য ধস্তাধস্তি করিতেছে। বাদী ও তাহার বন্ধু মোঃ মহসিন উক্ত আসামীকে আটক করে। তাহাদের ডাক চিৎকার আশেপাশের লোকজন আগাইয়া আসে। ঘটনার বিষয়ে বাদীর স্ত্রী জানায় যে উক্ত বিবাদী তাহার স্ত্রীর পরিচিত, বিবাদী ২৩-০১-২০২৪ তাং রাত আনুমানিক ৯ঃ৩০ ঘটিকায় তাহার বাসায় আসে এবং বিবাদী বিভিন্ন কথা বলিয়া বাসায় অবস্থান করতে থাকে।
রাত আনুমানিক ১০ ঘটিকার উক্ত বিবাদী হঠাৎ তাহার স্ত্রীর উপর ঝাঁপাইয়া পরিয়া মুখ চাপিয়া ধরিয়া তাহাকে জোরপূর্বক ধর্ষনের করিয়াছে। এরপর উপস্থিত জনগণ উত্তেজিত হইয়া বিবাদেরকে মারপিট করিয়াছে। তিনি থানায় ফোন করলে থানা হইতে পুলিশ যাইয়া আসামিকে গণপিটুনিতে আহত অবস্থায় উদ্ধার করে। বাদী থানা পুলিশের সতায় আসামীকে চিকিৎসা করাইয়া আসামি সহ থানায় হাজির হইয়া অভিযোগ করিলে মামলা নথিভুক্ত হয়।
এ বিষয়ে জানতে চাইলে, আশুলিয়া থানার এসআই (উপ-পরিদশক) ভজন চন্দ্র রায় বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগের প্রিপেক্ষিতে একটি ধর্ষনের চেষ্টা মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে বুধবার সকালে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে হস্তান্তর করা হয়।