আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
ঢাকার সাভারের বিরুলিয়ায় অভিযান পরিচালনা করে ২৫ টি তাজা গাঁজা গাছসহ হোসেন আলী (৫০) কে আটক করেছে পুলিশ।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কাকাবর এলাকার হোসেন আলির বাড়ির ছাদ বাগানে অভিযান চালিয়ে এই গাঁজা গাছ জব্দ করে তাকে আটক করা হয়।
আটক হোসেন আলী ওই এলাকার হাজী মোহাম্মদ আতাউল্লাহ মিয়ার ছেলে। তিনি ছাদ বাগানে বিশেষভাবে ২৫ টি গাঁজা গাছ লালন করছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার হোসেন আলীর বাড়ির ছাদ বাগানে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার বাগানে প্লাস্টিকের বস্তা ও টিনের বিশেষ টবে ২৫ টি গাঁজা গাছ পাওয়া যায়।
পরে গাঁজা গাছ গুলো জব্দ করে হোসেন আলীকে আটক করা হয়। ১তলা বাড়ির ওই ছাদের চারপাশ প্লাস্টিকের বস্তা দিয়ে বিশেষ কায়দায় ঘেরা ছিল। গাছ গুলো প্রায় ১৫ কেজি গাঁজা ছিল।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল কুদ্দুস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বিরুলিয়ার ওই এলাকায় হোসেন আলী তার ছাদ বাগানে গাঁজার চাষ করছেন। পরে তার বাড়িতে গিয়ে ২৫ টি গাঁজা গাছ পাওয়া যায়।
গাঁজা চাষের অভিযোগে হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান পুলিশ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy