ঢাকা জেলা ডিবি উত্তর অভিযান চালিয়ে এক বছর আগের ডাকাতি মামলার রহস্য উদঘাটন এবং ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার ও লুন্ঠিত ২টি মোবাইল ফোন উদ্ধার করেছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি উত্তর এর অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।
প্রেস রিলিজ দ্বারা জানা যায়, ধামরাই থানাধীন বহুতকুল এলাকার জনৈক মোঃ ফজলুল হক (৪০) এর বড় ভাই জিন্নত আলী (৫৫) একজন সৌদি প্রবাসী।
গত বছর ৪ সেপ্টেম্বর রাত আনুমানিক আড়াইটার সময় বাদীর বড় ভাইয়ের ঘরের টিন কেটে ঘরে প্রবেশ করে কয়েকজন অজ্ঞাতনামা বিবাদী।
এসময় অজ্ঞাতনামা বিবাদীরা দেশীয় ধারালো অস্ত্র রামদা, ছুরি, দা ইত্যাদি নিয়ে বাদীর বড় ভাইয়ের ছেলের বউ ও তার দুই সন্তানদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে।
একপর্যায়ে আসামীরা ফজলুল হকের ভাইয়ের ঘরে জমানো নগদ দশ হাজার টাকা, ফজলুল হকের ভাইয়ের স্ত্রীর ১ ভরি স্বর্ণের গহনা ও ৮ ভরি রূপার গহনা সহ ২টি এনড্রয়েড মোবাইল ফোন, একটি টিপি লিংক রাউটার, একটি কালো রংয়ের সুজুকী জিক্সার এসএফএফআই মোটর সাইকেল এবং একটি পানির মটর সহ সর্বমোট চার লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পরবর্তীতে ফজলুল হক বাদী হয়ে ধামরাই থানায় মামলা দায়ের করেন। এর ধারাবাহিকতায় গত বছর ২৭ নভেম্বর ঢাকা জেলার এসপি মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) মামলাটির তদন্তভার ঢাকা জেলা ডিবি উত্তর এর উপর ন্যস্ত করেন এবং দ্রুততম সময়ের মধ্যে মামলার লুন্ঠনকৃত মালামাল উদ্ধার এবং আসামীদেরকে গ্রেফতার করার জন্য নির্দেশ প্রদান করেন।
উক্ত নির্দেশনানুযায়ী ডিবি’র অতিরিক্ত পুলিশ সুপার মোবাশশিরা হাবীব খান, পিপিএম-সেবা’র সরাসরি তত্ত্বাবধানে ডিবি উত্তর এর ওসি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর নেতৃত্বে উপ-পরিদর্শক মোঃ আনোয়ার হোসেনের একটি চৌকষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার সাভার এবং ধামরাই থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
গত ১৭ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ সাভার মডেল থানাধীন আড়াপাড়া ফকির বাড়ী মসজিদের সামনে থেকে ঘটনার সাথে জড়িত আসামী মোঃ রমজান আলী (২৫) কে গ্রেফতার করা হয় এবং আসামীর স্বীকারোক্তি মতে আসামীর হেফাজত হতে ওই মামলার লুন্ঠিত একটি রেডমী সেভেন মোবাইল সেট উদ্ধার করা হয়।
পরে উক্ত আসামীর স্বীকারোক্তি ও তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামী যথাক্রমে মোঃ জসিম উদ্দিন (৪০) কে ধামরাই থানাধীন সুঙ্গর এলাকা হতে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত হতে অত্র মামলার বাদীর লুন্ঠিত মালামালের মধ্য হইতে একটি রেডমি ওয়াই থ্রি মোবাইল সেট উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে ঘটনার সাথে জড়িত বাকী তিন আসামী যথাক্রমে মো: আরিফ, মোঃ খোকন এবং মোঃ হুমায়ুন কবিরকে গ্রেফতার করা হয়।
ডিবি উত্তর এর ওসি মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৪ আসামী ডাকাতি করার কথা স্বীকার করে স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
অন্য আসামী হুমায়ুন কবির ১দিনের পুলিশ রিমান্ডে আছে। মামলাটির মূল রহস্য উদঘাটিত হয়েছে এবং অন্যান্য আসামী গ্রেফতার এবং লুন্ঠিত বাকী মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে।