আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমুলক কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ছানিয়া আক্তার।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পযন্ত বিভিন্ন জেলার ১০ টি জেলার ডি এফ কর্মকর্তদের নিয়ে তেঁতুলঝোড়া ইউনিয়নের জয়নাবাড়ী ওয়াসিল উদ্দিন গন পাঠাগার হেমায়েতপুরের নব-নির্মিত পাবলিক টয়লেট, যাদুরচরের কালচার ক্লাব সহ বিভিন্ন ব্যতিক্রম কার্যক্রম পরিদর্শন করেন। এরপর তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ হল রুমে প্রধান অতিথী হিসেবে সভায় যোগ দিয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক বক্তব্য ও দিগনির্দেশনা দেয়।
পরে আলোচনা সভা শেষে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব ছানিয়া আক্তার ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন সহ নগদ অর্থ বিতরন করেন।
এসময় উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউপি সচিব মীর আব্দুল বারেক, তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ শাহ আলম, তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ মনির হোসেন, সাভার উপজেলা ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম, তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সুমন ইমতিয়াজ, আবির মাসুম সহ অনেকে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy