আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
ছবিতে নিহত পাপ্পু ও সামিয়া ঢাকার সাভারে পৃথক ঘটনায় এক গৃহবধূ ও এক যুবককে হত্যার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।সাভার পৌরসভা ১ নং ওয়ার্ড এলাকার জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটির একটি জলাশয় থেকে শুক্রবার দুপুরে মামুনুর রহমান পাপ্পু (২৬) নামের এক যুবকের বিকৃত লাশ উদ্ধার করা হয়।
শুক্রবার সকাল ১১ টার দিকে পাপ্পু নিখোঁজ হয়। এরপর তার বাসার কাছে জলাশয় থেকে তার লাশ উদ্ধার করে এলাকাবাসী। তাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে তিন যুবককে আটক করে গণধোলাই দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।
আটককৃতরা হচ্ছে সাভার পৌর এলাকার টকু মিয়ার ছেলে রুহুল আমিন (২৩) ওমর আলীর ছেলে পাপ্পু (২২) ও নুরুন্নবীর ছেলে রাজু (২০) প্রত্যক্ষদর্শী রাজু জানায়, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে পাপ্পু দাঁড়িয়ে ছিল হাউজিং সোসাইটি মাঠে।
এসময় রুহুল আমিন এসে পাপ্পুকে একটি অটোরিকশায় উঠিয়ে নিয়ে চলে যায়। এরপর থেকেই নিখোঁজ থাকে পাপ্পু। হত্যাকারী সন্দেহে আটককৃত রুহুল আমিন জানায়, বৃহষ্পতিবার সকাল ১১ টার দিকে রংধনু হাউজিংয়ের মাঠে রুহুল আমিন ও তার দুই বন্ধু আসে। এ সময় সাদা পোশাকের পুলিশ এসে তাদের ধাওয়া করলে অটোরিকশা রেখে পালিয়ে যায় রুহুল আমিন ও তার বন্ধুরা। এসময় পাপ্পু পাশের জলাশয়ে ঝাঁপ দেয়।
এরপর থেকে সে নিখোঁজ থাকে। রুহুল আমিনের এধরনের কথায় এলাকাবাসীর সন্দেহ হলে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। অপরদিকে সামিয়া রহমান (২১) নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগে স্বামী সাদমান সাকিব হৃদয় কে আটক করেছে পুলিশ।
নিহত ওই গৃহবধূর মামা আশিকুর রহমান বলেন, রাতে পারিবারিক কলহের জের ধরে সাভারের ব্যাংক কলোনি এলাকায় স্বামীর বাড়িতে গৃহবধূ সামিয়া রহমানকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী হৃদয় কে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, ঘটনা দু’টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy