আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
সাভারের একদিনে একটি কুকুরের কামড়েই অন্তত ৭০ জন পথচারী আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় সাভারের রেডিও কলোনি থেকে গেন্ডা বাস স্ট্যান্ড পর্যন্ত এলাকায় ওই কুকুরের কামড়ে আহতের ঘটনা ঘটে।
আহতরা জানায়, সন্ধ্যার দিকে রেডিও কলোনি এলাকায় একটি কুকুর প্রথমে বেশ কয়েকজন পথচারীদের কামড় দেয়। এসময় রেডিও কলোনি থেকে গেন্ডা বাস স্ট্যান্ড পর্যন্ত লোক দেখলেই কুকুরটি তাকে আক্রমণ করেছে। আহতদের মধ্যে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫৪ জন, এনাম মেডিকেলে ৮ জন ও বাকিরা সুপার হসপিটালে চিকিৎসা নিয়েছেন।
শহিদুল ইসলাম আহত এক ব্যক্তি বলেন, আমি গেরুয়া থেকে আঞ্চলিক সড়ক দিয়ে সাভারের রেডিও কলোনি এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে উঠি। এ সময় মহাসড়কে ওঠা মাত্র একটি কালো রঙের মাঝ বয়সী কুকুর আমাকে আক্রমণ করে।। পরে আমি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিই।
সাভারের এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার মো. ইউসুফ বলেন, সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে কুকুরে কামড়ে আহত ৮ থেকে ১০ রোগী এসেছেন। এদের মধ্যে কয়েকজনের শরীরে কুকুরের আঁচড়ের দাগ রয়েছে। তাদের চিকিৎসা চলমান রয়েছে। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোছা. কামরুন্নাহার জানান, রাত সাড়ে ৮টা পর্যন্ত কুকুরের কামড়ে আহত হয়ে ৫৪ জন রোগী স্বাস্থ্য কেন্দ্রে এসেছেন। যাদের মধ্যে অন্তত ১৫ থেকে ২০ গুরুতর আহত।
তাদেরকে ঢাকা মেডিক্যাল ও মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের সরকারি নিয়ম অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy