প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৫, ৯:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৫, ৪:৪৪ পি.এম
সাভারের মরা মুরগী বিক্রয়ের দায়ে কা,রাদণ্ড ও এক লক্ষ টাকা জরিমানা
![](https://i0.wp.com/surjodoy.com/wp-content/uploads/2025/02/IMG_20250208_161821-scaled.jpg?fit=2360%2C2560&ssl=1?v=1739011476)
আনোয়ার হোসেন আন্নুঃ
স্থানীয় ও ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে সাভারের গেন্ডা এলাকার ‘আমির এন্টারপ্রাইজ’ নামের ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭০টি মরা মুরগী জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় দোকানের মালিক জাহাঙ্গীর আলম পালিয়ে যান।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে এ ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সরকার।
এসময় মরা মুরগি বিক্রির দায়ে ওই ব্যবসাপ্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানাসহ প্রতিষ্ঠানের ম্যানেজারকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
কারাদণ্ডপ্রাপ্ত ম্যানেজারের নাম ইয়ামিন হোসেন বাবু (৩২)। তিনি বগুড়া জেলার সোনাতলা থানার ছিছারপাড়া গ্রামের মৃত আজিজার প্রধানের ছেলে।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সরকার বলেন, স্থানীয় ও ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে সাভারের গেন্ডা এলাকার ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ৭০টি মরা মুরগি জব্দ করা হয়। এসময় প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গীর আলম পালিয়ে যায়। পরে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়। এছাড়া প্রতিষ্ঠানের ম্যানেজার মো. বাবুকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়,
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy