সাভারে দাঁড়িয়ে থাকা মৌমিতা পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ শনিবার রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আলমনগর আবাসিক এলাকার সামনে এ ঘটনা ঘটে।
যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বাসটি রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ছিল। বাসে কোনো যাত্রী ছিলেন না। এর মধ্যে রাত ৯টার দিকে হঠাৎ বাসটি থেকে ধোঁয়া উঠতে থাকে। পরে পুরো বাসে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, মৌমিতা পরিবহনের একটি বাস আলমনগর আবাসিক এলাকার সামনে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে ছিল। রাত সাড়ে নয়টার দিকে কে বা কারা ওই বাসে আগুন ধরিয়ে দিলে বাসটি পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।