আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
সাভারে সন্ত্রাস ও মাদক নির্মূলে আইন শৃংখলা বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সাভার পৌরসভা ১নং ওয়ার্ডের নয়াবাড়ী এলাকায় ঈদগাহ মাঠে সর্বস্তরের জনগণের আয়োজনে সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বারবার নির্বাচিত সাবেক জনপ্রিয় কাউন্সিলর সাভার পৌরসভা মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম। বলেন মাদক সন্ত্রাস নির্মূলে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাজের সর্বস্তরের জনগন ছাত্র শিক্ষক সুশীল সমাজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাজনীতিবিদ সমাজের সকল প্রকার অপরাধ নির্মূলে আমরা এক হয়ে কাজ করব যদি কোন মাদকসেবি থেকে থাকে প্রয়োজনে আমি নিজে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে থেকে চিকিৎসার ব্যবস্থা করাবো আর এক মাদকের কারণে একটা অপরাধের সৃষ্টি হয়।
আর আমাকে দিন নাই রাত নাই যখন খুশি আমাকে ফোন দিবেন সরাসরি জানাবেন আমি আপনাদের পাশে সব সময় ছিলাম যতদিন বেঁচে আছি আপনাদের পাশে থাকবো সমাজে আইন শৃঙ্খলা ভঙ্গকারী অপরাধী যেই হোক তাকে আইনে আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন এখনকার পুলিশ আগের পুলিশ একসাথে মেলাবেন না এখনকার পুলিশ প্রকৃত আপনাদের বন্ধু আপনাদের পাশে সব সময় আছে থাকবে এসময় বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মোঃ মনিবুর রহমান চম্পকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা, তেজগাঁও কলেজ ছাত্রদলের সভাপতি ফয়সাল দেওয়ান। এছাড়া নয়াবাড়ী, ভাটপাড়া, জামসিং ও জয়পাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy