সাভারে বেসরকারি টেলিভিশন নাগরিক টেলিভিশন ও ইংরেজি দৈনিক স্টারের সাংবাদিককে মারধরের মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ। এর আগে সোমবার রাতে সাভারের ব্যাংক কলোনী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার খালিশপুর এলাকার জাকির হোসেনের ছেলে মনির হোসেন (৩৪) ও লক্ষ্মীপুর জেলার চন্দনগঞ্জ থানার আবুল হোসেনের ছেলে বাবুল (৩৪)। তারা দুই জনই সাভারের ব্যাংক কলোনী এলাকায় বসবাস করতেন।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৬ মে কাতলাপুরের বেঙ্গল ফাইন সিরামিক লিমিটেড কারখানা দখলের খবর পেয়ে ঘটনাস্থলে যান সাংবাদিক আকাশ। সেখানে কারখানার শ্রমিক ও কর্মকর্তাদের বের করে দিয়ে দখলের পর সিসি ক্যামেরা ভাঙচুর করে দখল করতে থাকে সন্ত্রাসীরা। এসময় সিসি ক্যামেরা ভাঙচুরের ভিডিও ধারণ করায় দখলকারীরা সাংবাদিক আকাশ মাহমুদের ওপর অতর্কিত হামলা করে মোবাইল ছিনিয়ে নেয়। খবর পেয়ে অন্যান্য সংবাদকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। হামলায় সাংবাদিক আকাশের চোখের কর্ণিয়ায় মারাত্মক জখম হয়।
এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হলে সোমবার রাতে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ভুক্তভোগী সাংবাদিকের হারানো ফোনটিও উদ্ধার করা হয়েছে। আসামিদের তিন দিনের রিমান্ড চেয়ে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে তাদের জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলেও জানান এই কর্মকর্তা।