আনোয়ার হোসেন আন্নু, সাভার
ঢাকার সাভারে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০টায় সাভার উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
এসময় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে দেশকে পিছিয়ে দেয়ার চেষ্টা করা হয়। সেই পিছিয়ে পড়া দেশকে এগিয়ে নিতে দেশে প্রত্যাবর্তন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিছিয়ে পড়া দেশকে উন্নত করার কাজে মনোনিবেশ করেন। প্রধানমন্ত্রী হয়ে হাল ধরেন দেশের উন্নয়নে। বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। ডিজিটাল থেকে এখন স্মার্ট বাংলাদেশের দিকে যাত্রা শুরু করেছে। আগামী নির্বাচন স্মার্ট বাংলাদেশ গড়ার নির্বাচন। উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনার মাধ্যমে সবাইকে আগামী নির্বাচনে নৌকার বিজয় ঘটানোর আহবান জানান। সেই সাথে তিনি বলেন, নৌকার বিজয় ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না। দেশকে এগিয়ে নিতে চাইলে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ, আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রাকিব আহমেদ, সাভার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান , সাভার উপজেলার ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মরণে আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।