আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
সাভারে বেদে সম্প্রদায়ের এক পরিবারে অদ্ভুত আকৃতির এক শিশু জন্ম নিয়েছে। ওই নবজাতককে দেখতে ভীড় করছে উৎসুক জনতা।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সামেমুল হুদা।
এর আগে ২৮ ডিসেম্বর সন্ধ্যায় সাভার পৌরসভার বেঁদে পাড়ায় এই ধরনের শিশুর জন্ম হয়। শিশুর বাবার নাম শুকুর আলী। তিনি সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধায় ওই এলাকায় অদ্ভুদ আকৃতির নবজাতকের জন্ম হলে এলাকাবাসী দেখার জন্য ভীড় জমায়। শিশুটি চোখ, নাক ও ঠোট পুরোপুরি গঠিত নয়।
এব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্ককর্তা ডা. সায়েমুল হুদা জানান, সাধারনত জিনগত রোগ এটি। শুষ্ক ত্বকের সাথে সম্পর্কিত এনডি। এধরেন শিশু সাধারনত ১ মাসের বেশি বাঁচে না।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy