আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
ঢাকার সাভারে পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) এর একটি দল। এ সময় পিস্তল ও দেশীয় অস্ত্রসহ মাদক উদ্ধার করা হয়। শুক্রবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক।
এরআগে শুক্রবার (২৯ অক্টোবর) ভোররাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাভারের পশ্চিম রাজাশন এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ডাকাত সদস্যরা হলেন- রাজশাহীর মো. শামীম রেজা (৩০), পটুয়াখালির পারভেজ (৩৫), ঢাকা জেলার হেলাল উদ্দিন (৩৫) ওয়াসিম ইসলাম (২৫), নাইম খান (২৭) ও ফেরদৌস আহমেদ রাজু (২৯)।
র্যাব জানায়, এই চক্রের দলনেতা শামীম রেজা কিশোর বয়স থেকেই অপরাধে জড়িত। গ্রামের একটি স্থানীয় স্কুল থেকে ৮ম শ্রেনী পর্যন্ত পড়াশোনা করলেও কাজের সন্ধানে ২০০৫ সালে রাজধানীতে আসে। এক সময় মাদকাসক্ত হয়ে পড়ে ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে একটি ডাকাত বাহিনী গড়ে তুলে। সংঘবদ্ধ ডাকাত চক্রটি রাতের আধারে পুলিশের ভুয়া ইউনিফর্ম পরিহিত অবস্থায় টর্চ লাইট দিয়ে গাড়ি থামিয়ে টাকা-পয়সা, স্বর্ণ-অলংকার, মোবাইল এবং দামি জিনিসপত্র তার বাহিনীর সদস্যদেরকে নিয়ে লুটপাট করত।
গ্রেফতার শামীম রেজা বিভিন্ন সময়ে ভুয়া পুলিশ অফিসার সেজে তার গুন্ডা বাহিনী দিয়ে সাধারণ মানুষকে মিথ্যা ও বানোয়াট ভাবে ফাঁসানোর ভয় দেখিয়ে চাঁদাবাজি করত। গ্রেফতারকৃতদের তল্লাশি করে এসময় গুলিসহ বিদেশি পিস্তল, দুইটি নকল পিস্তল, পুলিশের হ্যান্ডকাফ, ওয়াকিটকি, দুই সেট পুলিশ ইউনিফর্ম, পুলিশ জ্যাকেট, পুলিশ বেল্ট, ভুয়া পুলিশ আইডি কার্ড, বিভিন্ন দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার সকল আসামীর নামে সাভারসহ বিভিন্ন থানায় চাঁদাবাজি, মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy