আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
সাভারে এক রাতে ১৯ স্বর্ণের দোকান লুটপাট
সাভারের আশুলিয়ায় ১৯টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে আশুলিয়ার নয়ারহাট বাজারের বংশী নদীর তীরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ এই ত নিশ্চিত করেছেন।
তিনি জানান, গভীর রাতে একদল ডাকাত নৌকায় করে বংশী নদী দিয়ে নয়ারহাটে আসে। এরপর তারা নদীর তীরবর্তী এলাকার ১৯টি স্বর্ণের দোকানে হানা দিয়ে অস্ত্রের মুখে দোকানিদের জিম্মি করে ও বেঁধে স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
পরিদর্শক (অপারেশন) আব্দুর রাশিদ আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy