আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
সাভারে গোপন সংবাদের ভিত্তিতে অভিয়ান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভূয়া পরিচয়ে চাকরী দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের ০৪ সদস্য কে গ্রেফতার করেছে র্যাব-৪ এর একটি আভিযানিক দল।
মঙ্গলবার ৯ নভেম্বর, বেলা পৌণে ১২টার দিকে সাভার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ফরিদপুর জেলার বাসিন্দা ওবায়দুর রহমান (৩৫), টাঙ্গাইল জেলার বাসিন্দা শরিফ (৩৯), দেলোয়ার হোসেন (৪৮) ও আজমত খান (৪২)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
র্যাব জানায়, মঙ্গলবার বেলা পৌণে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি অভিযানিক দল ঢাকা জেলার সাভার মডেল থানাধীন রাজফুলবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে চাকুরী নিয়োগের জীবন বৃত্তান্ত, নিয়োগপত্র, আইডি কার্ড, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাকে পরিহিত ছবি, দলিল তৈরীর স্ট্যাম্প পেপার নেমপ্লেট, ভোটার আইডি কার্ডের ফটোকপি, পাসপোর্ট, বিভিন্ন ব্যাংকের নাম সম্বলিত চেকের পাতা, একটি ব্যাংকের চেক বই এবং ০১ টি মোটরসাইকেলসহ প্রতারক চক্রের ০৪ সদস্য কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত প্রতারকদের দেওয়া তথ্য মতে র্যাব জানায়, তারা সংঘবদ্ধভাবে উচ্চ পদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে অভিনব কায়দায় নিরীহ ব্যক্তিদের বাংলাদেশের বিভিন্ন সরকারি বাহিনীসহ অন্যান্য সংস্থায় চাকুরী দেবার প্রলোভন দেখিয়ে চাকুরি প্রত্যাশী গরিব, অসহায়, নিম্ম মধ্যবিত্ত মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়েছে।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা এসব সত্যতা স্বীকার করেছে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।