প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৯, ২০২৪, ১:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৪, ৪:৫১ পি.এম
সাভারে চার জন সন্তানের জন্ম দিয়েছেন এক নারী
আনোয়ার হোসেন আন্নু :
সাভারের একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছেন ফারজানা বেগম নামের এক নারী। একসঙ্গে জন্ম দেওয়া ৪ জনই মেয়ে শিশু।
শনিবার (২ অক্টোবর) ভোর ৪টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ওই চার শিশুর জন্ম হয়।রোববার সকাল সাড়ে ১০টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির ম্যানেজার ইউসুফ আলী।
চার সন্তান জন্ম দেওয়া ওই নারী নরসিংদীর মনোহরদী থানার কাঁচিকাটা এলাকার মঞ্জু মিয়ার স্ত্রী।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১ নভেম্বর রাত ১১ টার দিকে ওই নারীকে হাসপাতালে আনা হয়। পরবর্তীতে সহযোগী অধ্যাপক ডা. অনুরাধা কর্মকারের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয়। অবস্থা বুঝে গতকাল ভোর ৪ টার দিকে অপারেশন (সিজার) করা হয়।এসময় তিনি ৪ কন্যা শিশু জন্ম দেন এ ব্যাপারে চার সন্তান জন্ম দেওয়া নারী কিংবা তার আত্মীয় স্বজনরা কথা বলতে রাজী হননি।
চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. অনুরাধা কর্মকার বলেন, 'সদ্য জন্ম নেওয়া চার শিশুই সুস্থ রয়েছে। চার জনই কন্যা সন্তান।প্রসূতি ফারজানা বেগমও সুস্থ রয়েছেন। তাদের মঙ্গল কামনা করি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy