সাভারে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুভ উদ্বোধন অনুষ্ঠান
আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
Facebook Twitter share
ঢাকার সাভারে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ এর শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। শনিবার (৫ জুন) সকাল ১১টায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি।
Surjodoy.com
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। অন্যান্যের মধ্যে এসময় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম।
The Daily surjodoy
প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়। পরে বেলুন উড়িয়ে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।
The Daily surjodoy
এসময় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান মাননীয় ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান , উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম। পরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
The Daily surjodoy
আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. এনামুর রহমান এবং বিশেষ অতিথি মঞ্জুরুল আলম রাজীব সাভারের সকল অভিভাবকদেরকে তাদের শিশুদের এই ক্যাম্পেইন চলাকালীন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহবান জানান।
The Daily surjodoy
পরে, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, আজ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ এর শুভ উদ্বোধন করলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
The Daily surjodoy
এসময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং আমাদের স্বাস্থ্য কর্মী এবং চিকিৎসকেরাও উপস্থিত ছিলেন। আমরা আশা করছি যে, সাভার উপজেলায় কোনো শিশু বাদ পড়বে না। আমরা বাড়ি বাড়ি গিয়েও খোঁজ নিয়ে ৬ মাস বয়স থেকে ৫৯ মাস পর্যন্ত সকল শিশুদেরকে এই ভিটামিন খাওয়াবো ইনশাআল্লাহ।
The Daily surjodoy
এসময় তিনি আরও জানান, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর সাথে সাথে মায়েদের জন্যও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ রয়েছে। সেগুলো হলো- জন্মের এক ঘণ্টার মধ্যেই শিশুকে মায়ের বুকের শাল দুধ খাওয়াবেন, জন্মের প্রথম ছয় মাস শিশুদের শুধুমাত্র বুকের দুধ খাওয়ান এবং ছয় মাসের পর থেকে ২ বছর বয়স পর্যন্ত বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবার খাওয়াবেন, মা ও শিশু উভয়কেই ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়ান।
The Daily surjodoy
ভিটামিন এ সমৃদ্ধ খাবারগুলো হলো বিভিন্ন প্রাণিজ খাবার (যেমন: ডিম, দুধ ও দুধ জাতীয় খাবার, কলিজা, মাছ ইত্যাদি) এবং যেকোন রঙিন ফলমূল এবং শাকসবজি।
The Daily surjodoy
উল্লেখ্য, ৫ জুন থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যাতীত ১৯ জুন পর্যন্ত চলবে। উক্ত ক্যাম্পেইনে ৬ মাস বয়স থেকে ৫ বছর বয়স পর্যন্ত সকল শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক, ইপিআই কেন্দ্র ও মণিফ্লাগ প্রদর্শিত সকল কেন্দ্রতে চলবে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচী।