মোঃ বাবুল (সাভার) ঢাকা
সাভারে ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবি সহ মারধরের ঘটনায় এক পুলিশ কনস্টেবল সহ স্থানীয় দুই সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় স্থানীয়রা তাদের আটক করে ৯৯৯ এ খবর দিলে থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করেছে পুলিশ।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সাভার মডেল থানা পুলিশ তাদেরকে আদালতে প্রেরন করে। এর আগে রবিবার রাতে তাদেরকে সাভারের হেমায়েতপুর এলাকা থেকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হল, ঝিনাইদহ জেলার কোট চাঁদপুর থানার মোঃ জহিরুল ইসলাম (৪১), শরীয়তপুর জেলার পালং থানার এনামুল হক শামীম(৩৬) ও রাজবাড়ি জেলার পাংশা থানার মো. মনিরুল (২৭)। এর মধ্যে জহিরুল ইসলাম দৈনিক একুশের বাণী পত্রিকা এবং এনামুল হক শামীম দৈনিক আজকের সংলাপ পত্রিকার সাংবাদিক। মো. মনিরুল ঢাকা জেলা পুলিশ লাইন্সের একজন কনস্টেবল। তিনি সাভারের পুলিশ টাউন এলাকায় গার্ড হিসেবে সংযুক্ত ছিলেন। তাদের কাছ থেকে ব্যবহৃত একটি প্রাইভেট কার, নগদ টাকা, হ্যান্ডকাফ ও পত্রিকার আইডি কার্ড জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে কৌশলে সোহেল নামে এক আসামী পালিয়ে যায়।
ভুক্তভোগীরা হল, সাভারের ওয়ার্কশপ শ্রমিক শাওন, সুমন হোসেন ও বাসের হেল্পার ইমরান।
পুলিশ জানায়, গ্ৰেফতারকৃতরা ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছিল। ভুক্তভোগীদের গাড়িতে তুলে মাদক দিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করছিল চক্রটি।
এ সময়ে সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুর রাশিদ বলেন, তাহারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজি করছিল। পরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সদস্যের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে বাকি বিভাগীয় বিষয় উর্দ্ধতন কর্মকর্তারা সিদ্ধান্ত নিবেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy