আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
সাভারের আমিনবাজারের তুরাগ নদীতে ডাকাত দলের সাথে নৌ পুলিশের ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এঘটনায় নৌ পথের কুখ্যাত ডাকাত সরদার ১৪ টির ও বেশী মামলার আসামী মুজিবুর রহমান টেক্কাকে অস্ত্রসহ আটক করেছে নৌ পুলিশ।
সাভারের আমিনবাজার নৌ পুলিশের ওসি শেখ আলমগীর হোসেন জানান,আজ ভোর রাতে নৌ পথের কুখ্যাত ডাকাত সরদার মুজিবুর রহমান টেক্কাসহ ১৪/১৫ সদস্যের একদল ডাকাত তুরাগ নদীতে সিমেন্ট বোঝাই জাহাজ,বালুবাহী বলগেডসহ বিভিন্ন নৌ যাতে ডাকাতি করছে এমন গোপন সংবাদের ভিতিত্বে তুরাগ নদীর দীপ নগর এলাকায় অভিযান চালায় নৌ পুলিশের এস আই সাদিকুল ইসলাম। এসময় নৌ পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌ ডাকাত দলের সরদার মুজিবুর রহমান টেক্কাও তার সহযোগীরা পুলিশকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এসময় পুলিশও আতœরক্ষার্থে ডাকাতদের উপর পাল্টা গুলি ছুড়লে প্রায় ঘন্টা খানেক তাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় ডাকাত দলের সরদার মুজিবুর রহমান তুরাগ নদীর পানিতে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ সদস্যরা জীবনের ঝুকি নিয়ে নদীতে লাফিয়ে পড়ে ডাকাত দলের প্রধান মুজিবুর রহমান টেক্কাকে আটক করে। এছাড়া এসময় অন্য ডাকাতরা নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। এসময় ডাকাত দলের নৌযান থেকে ডাকাতির কাছে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করে পুলিশ। ওই ডাকাত দলের সরদারের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রায় ১৪ টির ও বেশী ডাকাতির মামলা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন নদীতে মানুষকে গুলি করে ও কুপিয়ে আহত করে ডাকাতির করার একধীক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আজ তার বিরুদ্ধে সাভার মডেল থানয় মামলা দায়ের করে পুলিশের কাছে তাকে হস্তান্তর করবে নৌ পুলিশ। কুখ্যাত এই নৌ ডাকাতকে আটক করায় সন্তোষ প্রকাশ করেছেন নদী পথে যাতায়াতকারীরা।
এই নৌ ডাকাত সরদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ তিনি জানান, এই নৌ ডাকাত প্রধানের অন্য সহযোগীদের আটকের চেষ্টা চলছে।
আটক নৌ ডাকাত বরগুনা জেলার তালতলী থানার গাবারীয়া গ্রামের মুনসুর আলী আকনের ছেলে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy