আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
বন্যাদুর্গত এলাকায় বানভাসী মানুষের মাঝে ত্রাণ পৌঁছাতে একটু দেরি হলেও সবার মাঝে সরকার ত্রাণ পৌঁছে দিচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সন্নিকটে সাভার উপজেলা পরিষদে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা জানান তিনি।
ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এসময় বলেন, বাংলাদেশ এখন তৃতীয় দফা বন্যা মোকাবেলা করছে। যমুনাসহ বিভিন্ন নদ-নদীর পানি হ্রাস পাচ্ছে। যা আগামী ৭২ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকবে। গঙ্গা, পদ্মা নদী ও ঢাকার আশপাশের বন্যার পানি স্থিতিশীল রয়েছে। বন্যায় কোন জেলার বানভাসীরা ত্রাণ পায়নি এমন নজীর নেই। সরকার সব বন্যার্তদের মাঝে ত্রাণ পৌঁছে দিচ্ছে। তাই এই দুর্যোগের সময় কোন মানুষ না খেয়ে থাকবে না।
আগামী ২৪ ঘন্টায় নাটোরসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি উন্নতি হবে জানিয়ে তিনি বলেন, ৩৩টি জেলা বন্যা কবলিত হয়েছে। সেখানে নগদ টাকা, শুকনো খাবার, গবাদী পশুর জন্য খাদ্য, টিনসহ গৃহনির্মাণের জন্য অর্থ সাহায্য দেওয়া হয়েছে। এছাড়া ২০টি অতি অক্রান্ত জেলায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেখানে বিতরণ করা হচ্ছে রান্না করা খাবার।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার এপর্যন্ত ১৬ হাজার দু’শ’ ১০ মেট্রিক টন চাল, ৪ কোটি ১৪ লক্ষ ৫০ হাজার টাকার শিশুখাদ্য, গবাদী পশুর জন্য ২ কোটি ৮৪ লক্ষ টাকা ও শুকনো খাবারের জন্য ১ লক্ষ ৫৮ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। ঈদ উপলক্ষে বন্যার্তদের ১ লক্ষ ৬ হাজার মেট্রিকটন চাল ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ১৫৮৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। যেখানে অবস্থান করছে বন্যা কবলিত ৪৩ লক্ষ মানুষ।
এসময় অন্যান্যের মধ্যে সাভার উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নীপা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়াম্যান, সাভার ও আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি এবং সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।