সাভারে ধর্ষণের অভিযোগে আঁখ বিক্রেতাকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ
আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
সাভারে ধর্ষণের অভিযোগে আঁখ বিক্রেতাকে আটক করেছে পুলিশ
রাজধানী ঢাকার অদূরে সাভারে তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগে জহিরুল ইসলাম নামের ব্যক্তিকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
রোববার (৮ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফাহাদ হোসেন ঘটনার সত্যতা ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক জহিরুল ভোলা জেলার লালমোহন থানার কচুয়াখালি গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি সাভার পৌর এলাকার আইচ্ছানোদ্দা মহল্লায় ভাড়া বাসায় বসবাস করে আঁখ বিক্রি করতেন।
ভুক্তভোগী জানান, কয়েক দিন আগে গ্রামের বাড়ি থেকে চাকরির খোঁজে সাভারের আসেন ওই তরুণী পৌর এলাকার আইচ্ছানোদ্দা মহল্লায় একটি কক্ষ ভাড়া নিয়ে
একাই বসবাস করে আসছিলেন শুক্রবার রাতে অভিযুক্ত জহিরুল তরুণীর কক্ষে প্রবেশ করে ধর্ষণ করে পালিয়ে যায়। শনিবার সকালে ভুক্তভোগী ওই তরুণী সাভার মডেল থানায় একটি অভিযোগ করেন।
এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফাহাদ হোসেন জানান ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ভুক্তভোগী তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।