আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণের চেষ্টা, দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতাসহ সব ধরনের সামাজিক অনাচারের প্রতিবাদে সাভারে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সিটি সেন্টারের সামনে সর্বস্তরের শিক্ষার্থীরা এই কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, ধর্ষণ করে পার পেয়ে যাওয়া আর বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠছে, তাতে এই অনাচার মহামারিতে রূপ নিচ্ছে। এ জন্য আজ দেশের মানুষকে ধর্ষকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকারকে ধর্ষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
সমাবেশে বক্তারা আরও বলেন, নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে বর্বরোচিত নারী নির্যাতনের ঘটনায় গোটা দেশ স্তব্ধ। নারী নির্যাতনের ঘটনা যে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই জঘন্য ঘটনা। এই ঘটনা একাত্তরের বর্বরতাকে হার মানিয়েছে। বক্তারা অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত ঘৃণ্য অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দেশে অব্যাহত ধর্ষণ, গণধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বঙ্গবন্ধু চত্বরে নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণের চেষ্টা ও দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে আলোক প্রজ্জলন করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy