প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৬:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২০, ২০২১, ১২:৫১ পি.এম
সাভারে প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন, শীতবস্ত্র সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধি
সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ক্রাচ, সেলাই মেশিন ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে তেঁতুঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল আলম সমরের সভাপতিত্বে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় প্রতিবন্ধীদের মাঝে ১৫ টি হুইলচেয়ার, ২০০ পিচ কম্বল,১০ টি শেলাই মেশিন, ৩০টি ক্রাচ,১০টি স্টিক ও অন্ধদের মাঝে ২০ টি চশমা বিতরন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছানিয়া আক্তার উপ-পরিচালক স্থানীয় সরকার জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জনাব মঞ্জুরুল আলম রাজীব চেয়ারম্যান সাভার উপজেলা পরিষদ, শামীম আরা নীপা, উপজেলা নির্বাহি অফিসার সাভার,ঢাকা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy